বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম রোধে সরকার ব্যর্থ : টিআইবি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম রোধে সরকার ব্যর্থ বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি খাতের বাইরে বিস্তৃত হয়েছে বেসরকারি খাতও। কিন্তু কোনো আইন না থাকায় ও সরকারের উদাসীনতায় এখানে কোনো নেই নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ না থাকায় বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের দুর্নীতি ও অনিয়মরোধে সরকার ব্যর্থ হয়েছে।

টিআইবি আয়োজিত ‘বেসরকারি চিকিৎসাসেবা : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বুধবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিস্থ মাইডাস সেন্টারে টিআইবি’র মেঘমালা সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Be the first to comment on "বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম রোধে সরকার ব্যর্থ : টিআইবি"

Leave a comment

Your email address will not be published.




five × 1 =