নিউজ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পাঁচকুল মালিগ্রামের সেকেন সেকের ছেলে চালক আবুল হোসেন (৩৫) ও ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খালেদা বেগম (২৫)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৭টার দিকে মালীগ্রাম থেকে ভাঙ্গা অাসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের তমিজউদ্দিন মোড় নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।
Be the first to comment on "ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫"