চীনে স্টিল মিলে গ্যাস লিক : নিহত ৮

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : চীনে একটি স্টিল মিলে গ্যাস লিক হয়ে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডন প্রদেশে একটি পাইপলাইন থেকে গ্যাস লিক হওয়ায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মাইক্রোব্লগে সাওগুয়ান কর্তৃপক্ষ একটি পোস্টে জানিয়েছে, রবিবার মধ্যরাত তিনটার দিকে সাওগুয়ান আইরন অ্যান্ড স্টীল কোম্পানির সোংসান প্লান্টে ওই দুর্ঘটনা ঘটেছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment on "চীনে স্টিল মিলে গ্যাস লিক : নিহত ৮"

Leave a comment

Your email address will not be published.




one + five =