কাফরুলে ৯০ পেট্রলবোমাসহ তিনজন গ্রেফতার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ৯০টি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- তরিকুল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)।

শনিবার দিনগত রাতে কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজই (রবিবার) তাদের আদালতে তোলা হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ১৮২টি পেট্রলবোমাসহ আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

Be the first to comment on "কাফরুলে ৯০ পেট্রলবোমাসহ তিনজন গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.




16 + 20 =