নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শুক্রবার রাত একটা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে ৬টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে। এছাড়া কাঁঠালবাড়ী ঘাটে লোড করে আছে আরও কয়েকটি ফেরি।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, মধ্য রাতের দিকে কুয়াশা বেড়ে গেলে পদ্মায় দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ সময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশা বেড়ে গেলে রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
Be the first to comment on "মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা"