নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বেগম খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ফেসবুকে লাইভ হবে।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে এই ভাষণ লাইভ হতে পারে। এর আগে সকাল ১০টা থেকে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হবে। শেষ হবে বিকেল ৫টায়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুকের তিনটি পেইজ থেকে এই ভাষণ দেখা যাবে। এগুলো হলো: Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হওয়ার কথা।
Be the first to comment on "ফেসবুক লাইভে আসছেন খালেদা"