নাম ভূমিকায় নতুন দুই ছবিতে জ্যোতিকা জ্যোতি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : হালের ব্যস্ত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নতুন ছবি ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’র টানা দুই মাস শুটিং করলেন কলকাতায়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য্য। সম্প্রতি ছবিটির কাজ শেষ করে দেশে ফিরেছেন তিনি।

দেশে ফিরেই জানালেন নতুন খবর। দেশীয় প্রযোজনায় নতুন আরও দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘মায়া’ ও ‘নুসরাত’। এ দুটি ছবিতেই জ্যোতিকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানান তিনি।

এরমধ্যে ‘মায়া’ ছবিটি পরিচালনা করছেন মাসুদ পথিক। ছবির গান রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে।

আর ‘নুসরাত’ ছবিটি সম্পর্কে এখনই বিস্তারিত বলতে রাজি নন এ অভিনেত্রী। কিছুদিনের মধ্যেই সবকিছু জানানো হবে আনুষ্ঠানিকভাবে।

জ্যোতিকা জ্যোতি বলেন, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির রাজলক্ষ্মীর ভূমিকায় কাজ করেছি। আরও দুটি ছবির নাম ভূমিকায় কাজ করতে যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ‘মায়া’ ও ‘নুসরাত’ ছবি দুটি আমার ক্যারিয়ারের অন্যতম দুটি কাজ হতে যাচ্ছে।

উল্লেখ্য, মাসুদ পথিক পরিচালিত ‘মায়া’ ছবিটি নির্মিত হবে সরকারি অনুদানে। মায়া হতে যাচ্ছে জ্যোতির সরকারি অনুদানে করা তৃতীয় ছবি। এর আগে সরকারি অনুদানের ‘জীবন ঢুলি’ ও ‘রাবেয়া’ চলচ্চিত্রে কাজ করেন তিনি।

এছাড়াও তাকে দেখা গিয়েছিলো হুমায়ূন আহমদের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ সিনেমায়।

Be the first to comment on "নাম ভূমিকায় নতুন দুই ছবিতে জ্যোতিকা জ্যোতি"

Leave a comment

Your email address will not be published.




20 + three =