২০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, দারফুর সুদান মিশন হতে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্সের (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল করিমকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পালকে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার ড. শাহেদুল আকবর খানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হককে বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়কে এসএমপি সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর), ময়মনসিংহ কোতয়ালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

এদিকে একই প্রজ্ঞাপনে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিনকে পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জের হবিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে কেএমপি খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ১১ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সেতুয়া পারভীনকে বিএমপি বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, এসএসএফ ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ দাশকে (নারায়ণগঞ্জ সদর সার্কেলের বদলীর আদেশপ্রাপ্ত) নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (পিবিআই ঢাকার বদলীর আদেশপ্রাপ্ত) কে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলাল উদ্দিন (নড়াইল সদর সার্কেলের বদলীর আদেশপ্রাপ্ত) কে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

Be the first to comment on "২০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি"

Leave a comment

Your email address will not be published.




9 + 6 =