নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার তিনজনের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।
রিট আবেদনের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করে জানান, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনি, প্রতিবন্ধী, নারী, জেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল প্রকার কোটা পদ্ধতি বাতিল এবং তা পুনঃনির্ধারণ চেয়ে হাইকোটে এ রিট আবেদন করা হয়েছে।
রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সচিবালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ে সচিব, জনপ্রসাশন মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিবকে বিবাদি করা হছে।
Be the first to comment on "সরকারি চাকরিতে কোটা বাতিলে রিট"