নওগাঁয় অ্যাম্পুল ইনজেকশনসহ আটক ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নওগাঁ সদর উপজেলার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। সোমবার সন্ধ্যায় শহরের সদর হাসপাতাল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং কোমাইগাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে কোরবান আলী (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সদর হাসপাতাল মোড়ে ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিলকপুর ফার্মেসিতে তল্লাশি করে প্যাকেট রাখা ১০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার এবং দুই বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

Be the first to comment on "নওগাঁয় অ্যাম্পুল ইনজেকশনসহ আটক ২"

Leave a comment

Your email address will not be published.




3 × four =