হায়দরাবাদে সাকিবের সতীর্থ যারা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শেষ হয়ে গেছে আইপিএলের ১১তম আসরকে সামনে রেখে দুই দিনের নিলাম। আর দুই মাস পর মাঠে গড়াবে চার ছক্কার এই লড়াই। নতুন করে হওয়া নিলামে অনেক খেলোয়াড়ের ভাগ্যে পরিবর্তন এসেছে। বেশির ভাগ খেলোয়াড়ই দল পরিবর্তন করে অন্য দলে নাম লিখিয়েছেন। দীর্ঘ সাত বছর কলকাতার জার্সিতে আইপিএল খেলা সাকিব এবার দুই কোটি রুপিতে নাম লিখিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে। ফলে আগের সেই সতীর্থরা বেশি ভাগই নেই। নতুন দলে বেশির ভাগই নতুন সতীর্থ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে সাকিবের সতীর্থ যারা :

দেশিঃ

ভুবনেশ্বর কুমার (রিটেইন্ড), শিখর ধাওয়ান (৫.২ কোটি), মানিস পাণ্ডে (১১ কোটি), ইউসুফ পাঠান (১.৯ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি), রিকি ভুই (২০ লাখ), দিপক হুদা (৩.৬ কোটি), সিদ্ধার্থ কৌল (৩.৮ কোটি), টি নাতারঞ্জন (৪০ লাখ), বাসিল থাম্পি (৯৫ লাখ), সৈয়দ খলিল আহমেদ (৩ কোটি), সন্দ্বীপ শর্মা (তিন কোটি), শচীন বেবি (২০ লাখ), বিলি স্ট্যানল্যাক (৫০ লাখ), তন্ময় আগারওয়াল (২০ লাখ), শ্রীভাস্ত গোস্বামী (এক কোটি), বিপুল শর্মা (২০ লাখ), মেহদি হাসান (২০ লাখ)

বিদেশি
ডেভিড ওয়ার্নার (রিটেইন্ড), সাকিব আল হাসান (২ কোটি), কেন উইলিয়ামসন (৩ কোটি), কার্লোস ব্র্যাথওয়েট (২ কোটি), রাশিদ খান (৯ কোটি), মোহাম্মদ নবী (১ কোটি), ক্রিস জর্ডান (১ কোটি)

Be the first to comment on "হায়দরাবাদে সাকিবের সতীর্থ যারা"

Leave a comment

Your email address will not be published.




eleven − 7 =