বসুন্ধরা সিটি কনভেনশন হলে বিএনপির নির্বাহী কমিটির সভা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন হলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি (শনিবার) এ বৈঠক সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হবে।

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আমাদের দলের গঠনতন্ত্রের বিধান বলে খালেদা জিয়ার সম্মতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সভা ডেকেছেন। ইতোমধ্যে নির্বাহী কমিটির সবাইকে বৈঠকের নোটিশ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ‘রাজদর্শন হলে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

কাউন্সিলের প্রায় ২ বছর পর হঠাৎ করে কেন বৈঠক ডাকা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা কী স্বাভাবিকভাবে মিছিল মিটিং করতে পারি? একটা কর্মসূচি পালন করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদেরকে বিভিন্ন দিক থেকে ধরে নিয়ে যায়। এগুলো করতে হলে তো স্বাভাবিক পরিবেশ প্রয়োজন হয়!’

Be the first to comment on "বসুন্ধরা সিটি কনভেনশন হলে বিএনপির নির্বাহী কমিটির সভা"

Leave a comment

Your email address will not be published.




sixteen − thirteen =