নিউজ ডেস্ক : বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট আইপিএল এগারতম আসরের নিলাম। মোট আটটি ফ্রাঞ্চাইজি অংশ নিয়েছে নিলামে। নিলামে অংশ নিতে গিয়ে কিছু নিয়ম কানুন ছিল। প্রতিটি দল সর্বোচ্চ ৮০ কোটি রুপি করে খেলোয়ড়া কেনার ক্ষেত্রে ব্যায় করতে পারবে। এর বেশি এক রুপিও ব্যায় করতে পারবে না। শুধু তাই নয়, প্রতিটি স্কোয়াডই হবে সর্বোচ্চ ২৫ ক্রিকেটারের সমন্বয়ে। এর মধ্যে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ৮জন বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে।
এই নিয়মের মধ্যে থেকেই নিলামের টেবিলে বসতে হয়েছে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজিকে। দুই দিনের নিলাম শেষে দেখা যাচ্ছে ৮০ কোটি রুপির সম্পূর্ণটাই খেলোয়াড় কিনতে খরচ করে ফেলেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
মোট ২৫জন ক্রিকেটারকে কিনলেও চেন্নাই সুপার কিংস ছিল সবচেয়ে মিতব্যায়ী। নিলাম শেষে দেখা যাচ্চে তাদের হাতে বাকি রয়ে গেছে ৬ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া রাজস্থান রয়্যালস বাঁচিয়েছেন ১ কোটি ৬৫ লাখ রুপি। দিল্লি ডেয়ারডেভিলস বাঁচিয়েছে ১ কোটি ৬০ লাখ রুপি। ৬৫ লাখ রুপি করে বাঁচিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। ১০ লাখ রুপি বাঁচিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাঁচিয়েছে ১৫ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাউন্ট পুরোপুরি শূন্য। একটি রুপিও হাতে রাখেনি তারা।
আবার খেলোয়াড় কেনার দিক থেকেও সবচেয়ে পিছিয়ে কেকেআর। তারা খেলোয়াড় কিনতে পেরেছে মাত্র ১৯জন। বিদেশি কিনেছে ৭জন। কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছে ২১জন ক্রিকেটারকে। বিদেশি ৭ জন। রাজস্থান রয়্যালস কিনেছে ২৩জন এবং রয়েল চ্যালেঞ্জাস্য ব্যাঙ্গালুরু কিনেছে ২৩জনকে। ২৫জন করে খেলোয়াড় কিনে কোট পূর্ণ করেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস,মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।
নিলামের প্রথম দিন থেকেই যদিও মেপে মেপে পা ফেলেছে কেকেআর, তুলে নিয়েছে মোটামুটি সেরা ক্রিকেটারদের। যে কারণে তাদের খরচও হয়েছে বেশি। পাশপাশি তরুণ ক্রিকেটারদের উপরও আস্থা রেখেছে তারা। সব মিলিয়ে একেবারে নতুন দল গড়েছে শাহরুখ খানের দল।
কেমন হল কেকেআরের দল
সুনীল নারিন (৮.৫ কোটি, রিটেইন), আন্দ্রে রাসেল (৭ কোটি, রিটেইন), মিচেল স্টার্ক (৯.৪ কোটি), ক্রিস লিন (৯.৬ কোটি), দীনেশ কার্তিক (৭.৪ কোটি), রবিন উথাপ্পা (৬.৪ কোটি, আরটিএম কার্ড), পিযুষ চাওলা (৪.২ কোটি, আরটিএম), কুলদীপ যাদব (৫.৮ কোটি, আরটিএম), শুভমান গিল (১.৮ কোটি), ইশাঙ্ক জাগ্গি (২০ লক্ষ), কমলেশ নাগারকোটি (৩.২ কোটি), নীতিশ রানা (৩.৪ কোটি), সিভম মাভি (৩ কোটি ), ক্যামেরন ডেলপোর্ট (৩০ লক্ষ), রিঙ্কু সিং(৮০ লক্ষ), অপূর্ব ওয়াংখাড়ে(২০ লক্ষ), মিচেল জনসন (২ কোটি), বিনয় কুমার (১ কোটি), জ্যাভন সিয়ারলেস (৩০ লক্ষ)।
Be the first to comment on "নিলামে সব অর্থই খরচ করে ফেলল কেকেআর!"