জাতীয় স্মৃতিসৌধে জোকো উইদোদোর শ্রদ্ধা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

রবিবার সকাল সাড়ে ৮টায় সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসক সালাহ উদ্দিন, ঢাকা জেলার পুলিশ সুপার মিজান শাফিউর রহমানসহ অন্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন উইদোদো। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি বকুল ফুলের চারা রোপন করেন তিনি। দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ইন্দোনেশিয়ারর প্রেসিডেন্ট জোকো উইদোদো।

Be the first to comment on "জাতীয় স্মৃতিসৌধে জোকো উইদোদোর শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.




13 − four =