২ কোটি রুপিতে হায়দরাবাদে সাকিব

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বেঙ্গালুরুতে শুরু হয়েছে ১১তম আইপিএলের নিলাম। এতে কখন কী হচ্ছে, কে কত টাকায় কোন দলে খেলছেন—মোট কথা, নিলাম সম্পর্কিত তথ্যাদি পেতে চোখ রাখুন এখানে….

# নিলামে হাতুড়ির নিচে আসা প্রথম ক্রিকেটার ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ৫ কোটি ২০ লাখ রুপিতে তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে
# রবিচন্দ্রন অশ্বিনকে ৭ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

# কাইরেন পোলার্ডকে মুম্বাই ইন্ডিয়ানস নিয়েছে ৫ কোটি ৪০ লাখ রুপিতে

এবারের আইপিএলে বিক্রি হননি ওয়েস্ট ইন্ডিজের ‘মারকুটে’ তারকা ক্রিস গেইল।

# এখনো পর্যন্ত সর্বাধিক দাম উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের—১২ কোটি ৫০ লাখে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসে।

# ফ্যাফ ডু প্লেসিকে ১ কোটি ৬০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংস নিয়েছে।
# অজিঙ্কা রাহানে ৪ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে

# মিচেল স্টার্কের দাম উঠেছে ৯ কোটি ৪০ লাখ রুপি। তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।

# ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব অাল হাসান। এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অনেক দিন পর নিলামে উঠলেন বাংলাদেশের তারকা। মারকুই তারকা হিসেবে তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। শেষ পর্যন্ত ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে বিক্রি হয়েছেন তিনি।

# ৯ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।

# ২ কোটি ৮০ লাখে দিল্লি ডেয়ারডেভিলসে গেছেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

Be the first to comment on "২ কোটি রুপিতে হায়দরাবাদে সাকিব"

Leave a comment

Your email address will not be published.




1 × two =