দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে পদ্মা সেতুতে

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : প্রথম স্প্যানের পর দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে পদ্মা সেতুতে। আজ শনিবার সকাল থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানোর কাজ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, আর কিছুক্ষণের মধ্যেই সেতুর ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হবে।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। পাঁচ মাসের ভেতরই বসছে দ্বিতীয় স্প্যানটি। স্টিলের এ স্প্যানটির ওজন প্রায় ৩ হাজার ১৪০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে আনা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজে কিছুটা ব্যাঘাত হয়েছে। ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

Be the first to comment on "দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে পদ্মা সেতুতে"

Leave a comment

Your email address will not be published.




2 × five =