নিউজ ডেস্ক : এক বল আগে রিভিউ নিয়ে বেঁচে যান উপুল থারাঙ্গা। পরের বলে স্টাম্প উড়িয়ে তার প্রতিরোধ ভাঙেন মুস্তাফিজুর রহমান। হয়ে যায় বাংলাদেশের হয়ে দ্রুততম পঞ্চাশ উইকেট নেওয়ার রেকর্ড।
নিজের ২৭তম ম্যাচে ৫০ উইকেট পেলেন মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে আগের দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের অধিকারে। বাঁহাতি এই স্পিনার ৩২ ম্যাচে ছুঁয়েছিলেন মাইলফলক।
৯৯ বলে ৫৬ রান করে ফিরেন থারাঙ্গা। ৩৫.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৮/৪।
Be the first to comment on "থারাঙ্গার প্রতিরোধ ভেঙে মুস্তাফিজের রেকর্ড"