পদ্মভূষণ পেলেন ধোনি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশটির এগারতম ক্রিকেটার হিসেবে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক ক্যাপ্টেন কুল খ্যাত সাবেক এই অধিনায়ক।

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় ধোনি ছাড়াও পদ্মভূষণ পাচ্ছেন স্নুকারে দুই ফরম্যাটে বিশ্বসেরা পঙ্কজ আদভানি।

২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ধোনি। তবে এখনও রঙ্গিন পোশাকে দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। তার নেতৃত্বেই ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত।

এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি আসরের বিশ্বকাপ ঘরে তোলে তার নেতৃত্বেই। টেস্ট ক্রিকেটেও নিজ দেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে নিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Be the first to comment on "পদ্মভূষণ পেলেন ধোনি"

Leave a comment

Your email address will not be published.




5 × five =