নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অস্ত্রদাতা বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ কথা বলেছেন জারিফ।
জারিফ আরও বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের প্রচার যন্ত্রগুলো যতই বাস্তবতা উল্টে দিতে ভুয়া তথ্য দিক না কেন, সৌদি আরব যতই আলোকিত ভিশনের কথা প্রচার করুক না কেন এবং যুক্তরাষ্ট্র আইএসকে পরাজিত করার কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেয়ার চেষ্টা করুক না কেন, প্রকৃত বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।
বাস্তবতা হলো আইএসকে পরাজিত করার ক্ষেত্রে ইরাক ও সিরিয়ার জনগণকে ইরান সহযোগিতা করেছে দাবি করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আইএসকে অস্ত্র সরবরাহ করেছে।
সূত্র: পার্স টুডে।
Be the first to comment on "আইএসের অস্ত্রদাতা যুক্তরাষ্ট্র-সৌদি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী"