নিউজ ডেস্ক : ঢাকার মধ্য পীরেরবাগে হিজড়াদের মধ্যে মারামারিতে তাদের একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম কোকিলা (৪০)। তাকে হত্যার কারণ উদ্ঘাটনে তৃতীয় লিঙ্গের আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মারামারির এক পর্যায়ে গলায় ছুরি বসিয়ে কোকিলাকে হত্যা করা হয় বলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, “কয়েকজন হিজড়ার মধ্যে হাতাহাতি হয়। এসময় কোকিলার গলায় ধারাল অস্ত্রের আঘাত লাগে।”
এতে ঘটনাস্থলেই কোকিলার মৃত্যু হয় বলে থানার এসআই আরিফুল ইসলাম জানিয়েছেন।
ওহিদুজ্জামান বলেন, “নিজেদের স্বার্থের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। দুজন হিজড়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
কোকিলার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা আছে।
রাজধানীতে হিজড়াদের বেশ কয়েকটি দল রয়েছে, যাদের মধ্যে কোন্দলের খবর গণমাধ্যমেও বিভিন্ন সময় আসে।
কয়েকটি এলাকা কোকিলা হিজড়ার নিয়ন্ত্রণে থাকার তথ্যও গণমাধ্যমের প্রতিবেদনে এসেছিল।
Be the first to comment on "রাজধানীতে হিজড়াদের মারামারি, একজন নিহত"