নিউজ ডেস্ক : র্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কলেজগেট এলাকা থেকে ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে আটক করেছে । আটককৃতরা হলেন, শহীদুল ইসলাম, সুজন, তসিফ, আব্দুর রহমান, সাঈদ, সাজু ও আব্দুর রহমান।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফিরোজ কাউছার জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য মেলে।
জানা যায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ সন্ত্রাসীরা অবস্থান নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাইয়ের মাধ্যমে টাকা-পয়সা, মোবাইল সেট, ল্যাপটপসহ সঙ্গে থাকা দামী-দামী মালামাল ছিনতাই করে নিচ্ছে। এ ক্ষেত্রে তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের টার্গেট করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনতাই করে নিচ্ছে।
Be the first to comment on "মোহাম্মদপুর থেকে ৭ ছিনতাইকারী আটক"