একসঙ্গে শুভেচ্ছাদূত তাহসান ও অপু বিশ্বাস

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শোবিজ অঙ্গনের দুই তারকা এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও ঢালিউডের বিউটি কুইন অপু বিশ্বাস বিনোদন ভিত্তিক এ্যান্ড্রয়েড অ্যাপস লিঙ্কআস’র শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বনানীর একটি হোটেলে একসংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

সেই অনুষ্ঠানে তাহসান, অপু বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। এছাড়া লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং নিজেও উপস্থিত ছিলেন।

আগামী একবছরের জন্য লিঙ্কআস অ্যাপসের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তাহসান ও অপু বিশ্বাস। তাদের সাথে থাকছেন ওয়ারফেজ ব্যান্ডের এর ভোকাল টিপু। বিনোদন অঙ্গনের আরো কয়েকজন জনপ্রিয় মুখ এই অ্যাপসের সাথে যুক্ত হবে বলে জানা যায়।

অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে চীনা লিঙ্কআস অ্যাপস নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে তাহসান ভাই ও ওয়ারফেজ ব্যান্ডের টিপু ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। ভালো লাগছে। লিঙ্কআস অ্যাপসের হয়ে আমরা একসাথে বিভিন্ন বিজ্ঞাপন ও ক্যাম্পেইনে অংশ নেব। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সব তারকাদের যাবতীয় আপডেট পাবেন।’

লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং জানান, এই অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছুই পাওয়া যাবে। এছাড়া রাজধানীর ট্রাফিক আপডেটও পাওয়া যাবে এই অ্যাপসটিতে।

Be the first to comment on "একসঙ্গে শুভেচ্ছাদূত তাহসান ও অপু বিশ্বাস"

Leave a comment

Your email address will not be published.




19 − nine =