নিউজ ডেস্ক : ছিলেন না ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতেও ছিলেন না দলে। অবশেষে ফিঞ্চের ইনজুরিতে কপাল খুলল ম্যাক্সওয়েলের। বাকি দুই ওয়ানডের জন্য অস্ট্রেলিয়া একাদশে ডাক পেয়েছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান।
ক্রিকেটের এই ফরমেটে গত এক বছরে খুব একটা জ্বলে উঠতে পারেনি ম্যাক্সওয়েলের ব্যাট। গত বছরের জানুয়ারিতে সবশেষ হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের বিপক্ষে। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েন।
ম্যাক্সওয়েলের বাদ পড়া নিয়ে কয়েক দিন আগেই নির্বাচক ট্রেভর হনস বলেছিলেন, ‘গ্লেনের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমরা তার কাছে আরও ধারাবাহিক পারফরম্যান্স আশা করি। গত ২০ ম্যাচে তার গড় রান ছিল মাত্র ২২! কিন্তু ব্যাটিং লাইনে আমাদের এর চেয়েও বেশি কিছু প্রয়োজন।’
পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম তিনটিতে হেরে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে স্টিভেন স্মিথের দল। চতুর্থ ওয়ানডেতে আগামীকাল শুক্রবার মাঠে নামবে অস্ট্রেলিয়া। এ ম্যাচে হয়তো ফিরবেন ম্যাক্সওয়েল। দেখা যাক এবার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কি না, এই হার্ডহিটার ব্যাটসম্যান।
Be the first to comment on "অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাক্সওয়েল"