মৌলভীবাজারে হত্যা মামলায় আসামির ফাঁসি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : মৌলভীবাজারে তিন বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

বুধবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসিদ মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মিছির মিয়ার ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান জানান।

মামলায় বলা হয়, ২০০৫ সালের ১৫ অক্টোবর কাটাবিল গ্রামের মদরিস মিয়াকে হত্যা করেন আসিদ।পরে মদরিসের ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Be the first to comment on "মৌলভীবাজারে হত্যা মামলায় আসামির ফাঁসি"

Leave a comment

Your email address will not be published.




five × five =