নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমদ চৌধুরী।
এ সেনা কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেথ্য, বিটিআরসির শীর্ষ নির্বাহী কর্মকর্তা হচ্ছেন চেয়ারম্যান। এ সংস্থায় পাঁচজন মহাপরিচালক দায়িত্ব পালন করেন।
Be the first to comment on "বিটিআরসির নতুন ডিজি শাহরীয়ার আহমদ"