নিউজ ডেস্ক : নাশকতা, সরকারি কাজে বাধা ও অগ্নিসংযোগের মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকার ঝিকড়া মহল্লা থেকে তাকে গ্রেফেতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম বাবলু ঝিকিড়া মহল্লার শরাফত আলীর ছেলে।
উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) দেওয়ান কওশিক আহমদে জানান, নাশকতার তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Be the first to comment on "সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার"