নিউজ ডেস্ক : সুইপ তার সবচেয়ে বেশি রান প্রসবা শট। সুইপেই মুশফিকুর রহিম আউট হয়েছেন অনেকবার। হলেন আরও একবার।
ক্রিজে যাওয়ার খানিক পরই ম্যালকম ওয়ালারকে স্লগ সুইপে ছক্কা মেরেছিলেন। একটু পর গ্রায়েম ক্রিমারকে সুইপ করতে গিয়ে বল লাগল ব্যাটের ওপরের দিকে। শর্ট ফাইন লেগে ক্যাচ।
১৮ রানে আউট মুশফিক। বাংলাদেশ ৩৪.২ ওভারে ৩ উইকেটে ১৪৬।
Be the first to comment on "প্রিয় শটে আউট মুশফিক"