নিউজ ডেস্ক : ঢাকার সবুজবাগের আহম্মদবাগ এলাকার এক বাসা থেকে এক নারী ও তার দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ আহমদবাগ মায়াকানন পানির পাম্পের পাশে ওই টিনশেড বাড়িতে যায়। দরজা ভেঙে ঘরে ঢোকার পর সান্ত্বনা আক্তার নামে ২৫ বছর বয়সী ওই নারী এবং তার মেয়ে মাহফুজার লাশ পায় পুলিশ।
পরিদর্শক মোস্তাফিজ বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। সান্ত্বনার লাশ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল। আর তার মেয়েকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া গেছে।’
তিনি আরও জানান, সান্ত্বনার স্বামী মামুন স্থানীয় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইনম্যান।
এলাকার লোকজনের বরাত দিয়ে পরিদর্শক মোস্তাফিজ বলেন, দুই দিন আগে মামুন তার শ্যালিকাকে নিয়ে পালিয়ে গেছে। এটা নিয়ে পারিবারিক সমস্যা ছিল। এসব কারণেই হয়ত বাচ্চাটাকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।
Be the first to comment on "ঢাকার সবুজবাগে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার"