নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানো নিয়ে অস্ত্রধারী নিয়াজুল ইসলাম খানসহ নয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এজিএম সাত্তার সদর মডেল থানায় ওই অভিযোগ দাখিল করেন।
সেখানে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান।
সংঘর্ষে সময় অস্ত্র হাতে যে নিয়াজুলের ছবি গণমাধ্যমে এসেছে, তার পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিয়াজসহ নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও হাজারখানেক মানুষকে সেখানে আসামি করা হয়েছে।
Be the first to comment on "আইভীকে হত্যাচেষ্টা : নয়জনের বিরুদ্ধে অভিযোগ"