রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজধানীর গেণ্ডারিয়ায় মোটরসাইকেলের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকার শাহিন ভূঁইয়ার ছেলে সালাউদ্দিন রাহেল ও একই এলাকার ফজল আকনের ছেলে রাসেল আকন।

জানা গেছে, রাতে লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ‌উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আনার পরই চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Be the first to comment on "রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২"

Leave a comment

Your email address will not be published.




seven + 18 =