নিউজ ডেস্ক : কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাসে আগুন লেগে ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
আকতোবির ইরগিজ জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে উজবেকিস্তানের নাগরিকরা ছিলেন। তবে বাসটি রাশিয়া থেকে ছেড়ে এসেছিল না রাশিয়াতে যাচ্ছিল তা এখনও নিশ্চিত নয়।
যে রুটে বাসটি যাচ্ছিল সেটি প্রায় প্রায় ২ হাজার ২০০ কিলোমিটারের পথ।
Be the first to comment on "কাজাখস্তানে বাসে আগুন লেগে ৫২ জন নিহত"