নিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ২ জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে উপজেলার দাশুড়িয়া তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে একজন ইঞ্জিনচালিত ভটভটি চালক সোলেমান মিয়া (৬০) ও অন্যজন ভটভটির যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। তাদের দুজনেরই বাড়ি ঈশ্বরদীরভাড়ইমারি গ্রামে।
স্থানীয়রা জানান, পাবনা থেকে ঈশ্বরদীগামী হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানে একটি ভটভটিকে চাপা দেয়। এতে ওই ভটভটিতে থাকা দাশুড়িয়া বাজার থেকে বাজার করে বাড়ি ফিরতে যাওয়া দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে ঈশ্বরদীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে।
Be the first to comment on "ঈশ্বরদীতে বাসচাপায় নিহত ২"