টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শততম ওয়ানডের মাইলফলক স্পর্শ করছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরে কিছুটা ব্যাফুটে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। তবে প্রথম ম্যাচের ফলের দিকে না তাকিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্রেমারের দল। আর এ ম্যাচে হারলে ফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটা শেষ হয়ে যাবে দলটির।

এদিকে শেষ কয়েকটি সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না লঙ্কানরা। এই সিরিজ শুরুর আগে পরিবর্তন এসেছে কোচ ও অধিনায়কের দায়িত্বে। টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম ম্যাচ খেলতে নামছে দলটি।

শ্রীলঙ্কা একাদশ

উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।

জিম্বাবুয়ে একাদশ

হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

Be the first to comment on "টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা"

Leave a comment

Your email address will not be published.




6 + 3 =