নিউজ ডেস্ক : ছন্দ পতন দিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শুরু হলেও দ্বিতীয় দিন কোন অঘটন ঘটেনি। অস্ট্রেলিয়া ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছে রুশ তারকা মারিয়া শারাপোভা।
এদিন মাত্র ৭৮ মিনিট সময়ে ৬-১ ও ৬-৪ সেটে জার্মান প্রতিপক্ষ তাতজানা মারিয়াকেকে উড়িয়ে দেন শারাপোভা। এ জয়ে সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন এই তারকা। ডোপ নিষেধাজ্ঞা থেকে ফিরে এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেলছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ ভারভারা লেপচেঙ্কো ও আনাস্তাসিজা সেভাস্তোভার মধ্যে জয়ীর সঙ্গে।
এর আগে প্রথম দিন অঘটনের জন্ম দিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভেনাস উইলিয়ামস। গতবারের রানার্সআপ তথা টুর্নামেন্টের পঞ্চম বাছাই ভেনাসকে সরাসরি সেটে পরাজিত করেন ফেদেরারের দেশ সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ।
Be the first to comment on "সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে শারাপোভা"