ডিলিট সম্মাননা নিতে চবিতে প্রণব মুখার্জি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ডিলিট সম্মাননা গ্রহণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পৌঁছেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছান।

এসময় তাকে স্বাগত জানান চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। অভ্যর্থনা শেষে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে পরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে বিশেষ সমাবর্তনের মঞ্চে প্রবেশ করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিলিট ডিগ্রি সম্মাননা শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এছাড়া দুপুরে ১৬ পদের দেশীয় খাবারে উপাচার্যের বাসভবনে মধ্যাহ্নভোজ সারবেন। বিকেল সাড়ে ৩টায় যাবেন মাস্টারদা সূর্যসেনের জন্মস্থান রাউজানে।

এর আগে বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমানযোগে শাহ আমানত বিমানবন্দরে আসেন তিনি। সেখান থেকে রেডিসন ব্লু হোটেলে বিশ্রাম শেষে ১২টা ২৫ মিনিটে সড়ক পথে চবির উদ্দেশে রওনা দেন।

Be the first to comment on "ডিলিট সম্মাননা নিতে চবিতে প্রণব মুখার্জি"

Leave a comment

Your email address will not be published.




1 × 5 =