নিউজ ডেস্ক : কুষ্টিয়া সদরে আগুন পোহানো নিয়ে কথা কাটাকাটির পর ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান।
নিহতরা হলেন- সদরের চৌড়হাস এলাকার তোফাজ্জলের ছেলে সোহান (২১) ও ডাবলু মিয়ার ছেলে শামীম (২৩)। তাদের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে ওসি নাসির বলেন, শীতে খড়কুটো দিয়ে জ্বালানো আগুন পোহাচ্ছিলেন ওই দুই যুবকসহ আরও কয়েকজন।
আগুন পোহানো নিয়ে সোহানের চাচি শামীমকে গালাগাল করেন। এ নিয়ে সোহান ও শামীমের মধ্যে কথা কাটাকটি হয়।
এক পর্যায়ে দুই যুবক পরস্পরকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।
Be the first to comment on "শীতে আগুন তাপানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২"