নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার দুপুর ১টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়।
ওই দুই শিশু হলো, সূর্য প্রতাপ (১৪) ও নিত্যনন্দন বিশ্বাস ওরফে অনীল বিশ্বাস (১৬)। সূর্য প্রতাপ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের ছেলে ও নিত্যনন্দন নড়াইলের কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ২০১৬ সালের ৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্য প্রতাপ ও নিত্যনন্দন বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কেষ্টনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর আজ রোববার দুপুরে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।
দামুড়হুদা থানা পুলিশের ওসি আকরাম হোসেন জানান, ফেরত দুই শিশুকে আজকেই তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
Be the first to comment on "বাংলাদেশে ফিরল সেই দুই শিশু"