ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আবারো বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবারও তারা একই বিষয় নিয়ে বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, নতুন যুক্ত হওয়া সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সঙ্কটে পড়তে হচ্ছে। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে সরকারী সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে।

বিক্ষোভে তারা নানা ধরণের প্ল্যাকার্ড বহন করেন যাতে লেখা ছিলো- বাতিল হোক অধিভুক্ত, ঢাবি হোক বহিরাগতমুক্ত; দাবি মোদের একটাই, ঢাবির কোন শাখা নাই; এক দফা এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি; রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান ইত্যাদি।

 

Be the first to comment on "ঢাবিতে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.




ten − four =