নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট হ্যাক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দুটি ওয়েবসাইট (www.ec.gov.bd এবং www.ecs.gov.bd) হ্যাক হয়েছে। শুক্রবার দিনগত রাতে জর্দানের একটি হ্যাকিং গ্রুপ সাইট দুটি নিজেদের আয়ত্তে নিয়েছে।

সাইট দুটি হ্যাক করে সংগঠনটি নিজেদের ‘ডার্ক টেররিস্ট’ বলে পরিচয় দিয়েছে। তবে তারা নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো দাবি, হুমকি বা প্রতিবাদ জানায়নি। তারা বলছে, ‌‘হ্যাকিং কোনো অপরাধ নয়! এটা তাদের শিল্প।’

এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার এবং ওয়েবসাইটটি এখনো সুরক্ষিত রয়েছে।

বাংলাদেশের ইথিক্যাল হ্যাকিং গ্রুপের এক সদস্য জাগো নিউজকে বলেন, ‘আমাদের (বাংলাদেশ) এনআইডির ডাটাবেইজের সাইটটি নিরাপদ রয়েছে। হ্যাকাররা হয়তো নিজেদের শক্তি জানান দিতে অথবা কৌতুহলের ছলে এটা করেছে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর (শুক্রবার) রাতেও কমিশনের ওয়েবসাইট (www.ec.org.bd) হ্যাক হয়েছিল। ‌‘হ্যাকিং টিউটোরিয়াল’ নামে ইন্দোনেশিয়ান হ্যাকাররা হ্যাক করেছিল।

Be the first to comment on "নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট হ্যাক"

Leave a comment

Your email address will not be published.




five × 3 =