নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, তাবলিগ কর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ভারতের মাওলানা মোহাম্মদ সাদ টঙ্গীর তুরাগতীরের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় না যাওয়ার সিদ্ধান্তটি তাবলিগ জামাতের নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আসাদুজ্জামান খাঁন কামাল। পরে তিনি সেখানে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়টি তাবলিগ জামাতের শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ব্যাপার। আমরা শুধু বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছি। যেন সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতেহ না পারে।’
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ‘কাকরাইলে অনুষ্ঠিত তাবলিগ জামাতের শূরা কমিটির সিদ্ধান্তে মাওলানা সাদ ইজতেমায় যাচ্ছেন না। মাওলানা সাদ সেখানে ইজতেমায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।’
Be the first to comment on "মাওলানা সাদের ব্যাপারটা তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিষয়"