আসছে গ্যালাক্সি এ৮ প্লাস

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বাংলাদেশের বাজারে গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন এ৮ প্লাস আনার ঘোষণা দিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ১১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত স্মার্টফোনটির জন্য আগাম ফরমাশ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যালাক্সি এ সিরিজের নতুন মডেল গ্যালাক্সি এ৮ প্লাস। ৬ ইঞ্চি মাপের ইনফিনিটি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আইপি ৬৮ রেটিংয়ের ফোনটি পানি প্রতিরোধী। সম্পূর্ণ এইচডি প্লাস এস অ্যামোলেড স্ক্রিনের ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, অক্টা কোর প্রসেসর, দ্রুত চার্জিং প্রযুক্তিসহ ৩ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।

স্যামসাং মোবাইল বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান মুয়ীদুর রহমান বলেন, গ্যালাক্সি এ৮ প্লাস (২০১৮) সংস্করণটিতে সামনে দুই ক্যামেরা, বড় ইনফিনিটি ডিসপ্লের মতো ফিচার রয়েছে। এর নকশাও অসাধারণ। এ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নানা ফিচার এতে যুক্ত হয়েছে। বাংলাদেশে এখন আগাম ফরমাশ নেওয়া হবে। আগাম ফরমাশের সঙ্গে মোবাইল অপারেটররা বেশ কিছু সুবিধা দেবে। এর দাম ৬৫ হাজার ৯০০ টাকা। আগাম ফরমাশে কিছু ছাড় রয়েছে।

Be the first to comment on "আসছে গ্যালাক্সি এ৮ প্লাস"

Leave a comment

Your email address will not be published.




eight + 10 =