নিউজ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গাছের সঙ্গে মাইক্রোবাস ধাক্কা খেয়ে এক তরুণের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, বুধবার ভোরের দিকে উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জোবায়ের (২৪) উপজেলার বিষ্ণপুর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
এসআই সাইদুর বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর সবাই আহত হন।
প্রথমে তাদের দেবিদ্বার হাসপাতালে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে জোবায়ের মারা যান।
Be the first to comment on "কুমিল্লায় গাছে মাইক্রোবাসের ধাক্কা, তরুণ নিহত"