সৌদিতে নিহত সাত বাংলাদেশির পরিচয়

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সৌদি আরবের জিজানের সামতাহ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দশ বাংলাদেশির মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে সোমবার সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত সাত বাংলাদেশি হলেন
১. নরসিংদী সদর উপজেলার ৮নং ওয়ার্ডের বীরগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইডেন মিয়া। তার পাসপোর্ট নং বিজে ০২৩২০৬৫।
২. টাঙ্গাইলের কালীহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সফিকুল সিকদার। তার পাসপোর্ট নং বিপি ০৪৭২৮৫৩।
৩. নরসিংদী সদর উপজেলার বাউসিয়া গ্রামের আবু মিয়ার ছেরে আমির। তার পাসপোর্ট নং বিএইচ ০০৬০৮০৭।
৪. সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল গ্রামের আকবর আলির ছেলে মোহাম্মদ দুলাল হোসাইন। তার পাসপোর্ট নং বিজে ০৮৭৮৬২৩।
৫. নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ননেরটাক ১নং ওয়ার্ডের মোহাম্মদ আলির ছেলে মতিউর রহমান। তার পাসপোর্ট নং এএফ ৮২৯৭৯২৮।
৬. টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জামুরকি ডুবাইল গ্রামের রহিম মিয়ার ছেলে আমিন মিয়া। তার পাসপোর্ট নং বিএল ০৩১৮০৮২।
৭. কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিরাজপুর চরহাজিপুর গ্রামের আবুল কাসেম ছেলে জসিম উদ্দিন। তার পাসপোর্ট নং বিএইচ ০২৯৪২১৯।

গত শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী।

Be the first to comment on "সৌদিতে নিহত সাত বাংলাদেশির পরিচয়"

Leave a comment

Your email address will not be published.




four + twenty =