নিউজ ডেস্ক : মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ জেলায় সোমবার তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার জেলায় সূর্যের দেখা মিলেছে । তবে হিমেল বাতাসের প্রভাবে কমেনি শীতের তীব্রতা। ফলে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের বাড়ছে দুর্ভোগ। প্রচণ্ড ঠান্ডায় কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষজন। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছে চরম বিপাকে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম জানান, দিনাজপুরে শৈত প্রবাহ শুরুর পর তাপমাত্রাও কমতে শুরু করে। তবে বর্তমানে জেলার শৈত্য প্রবাহের মাত্রা কমতে শুরু করেছে, বাড়ছে তাপমাত্রাও। তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
এদিকে জেলা প্রশাসন ৭০ হাজার কম্বল বিতরণ করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৮০ হাজার শীতবস্ত্র চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান।
Be the first to comment on "দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে"