নিউজ ডেস্ক : এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে স্থান পেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে ঢাবি কততম অবস্থানে রয়েছে তা জানা যাবে ফেব্রুায়ারি মাসে।
লন্ডনভিত্তিক সংস্থা ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং করেছে। এ র্যাংকিংয়ে স্থান পাওয়ায় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অভিনন্দন জানিয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে সংস্থাটি থেকে।
আগামী ৫-৭ ফেব্রুয়ারি চীনের শেনঝেন শহরে অনুষ্ঠেয় ‘টাইমস হায়ার এডুকেশন’-এর এশিয়া ইউনিভার্সিটিজ সামিটে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনদিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট/উপাচার্য অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Be the first to comment on "এশিয়ার সেরা ৩৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি"