‘পাচার বন্ধে’ ইলিশ রপ্তানির অনুমোদন দেবে সরকার

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

পূর্ণ মন্ত্রী হওয়ার পর সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ।

গত ১৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা যান। পরে গত ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেন নারায়ণ চন্দ্র চন্দ। ৩ জানুয়ারি তাকে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

২০১২ সালের ১ আগস্ট রমজান মাসে ইলিশসহ সব ধরণের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

মৎস্যমন্ত্রী বলেন, ‘আমরা ইলিশ রফতানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উৎপাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সেজন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। রফতানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাই পথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। তাই আমরা যদি রফতানি করি, পথটা যদি ওপেন করে দেয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে’।

বাজারে ইলিশের দাম অনেক বেশি, দাম না কমিয়ে কেন ইলিশ রফতানি করতে যাচ্ছে সরকার- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দাম না কমিয়ে রফতানি করতে চাচ্ছি এ কারণে যে অবৈধভাবে যে সব মাছ যায় সেগুলো বড় আকৃতির, আমাদের মার্কেটে আসে কম। বড় মাছ ফিরিয়ে আনতে হলে গোপন পথ বন্ধ করে সদর পথ চালু করতে হবে।

Be the first to comment on "‘পাচার বন্ধে’ ইলিশ রপ্তানির অনুমোদন দেবে সরকার"

Leave a comment

Your email address will not be published.




16 − 12 =