নিউজ ডেস্ক : অস্কারজয়ী চিত্রনাট্যকার-পরিচালক পল হাগিসের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেছেন চার নারী।
গত ডিসেম্বরেই পলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন এক নারী পাব্লিসিস্ট। অভিযোগকারীর দাবি, ২০১৩ সালে তাকে ধর্ষণ করেন পল। তা প্রকাশ্যে আসার পরপরেই আরও তিন নারী দাবি করেছেন, বিভিন্ন সময় তাদেরও যৌন হেনস্থা করেছেন এই অস্কারজয়ী।
পলের ব্যক্তিগত আইনজীবী অবশ্য সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, যৌন হেনস্থার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, পল কখনও কাউকে রেপ করেননি।
Be the first to comment on "ধর্ষণের অভিযোগ অস্কারজয়ী পরিচালকের বিরুদ্ধে"