ত্রিদেশীয় সিরিজে বাদ পড়লেন সৌম্য-তাসকিন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগেই আঁচ করা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজের দলে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় ফিরতে পারেন। জাগো নিউজেও এ নিয়ে বেশ কয়েকবার রিপোর্ট প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, জাগো নিউজই পাঠককে জানিয়েছিল, ত্রিদেশীয় সিরিজে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার।

অবশেষে সব জ্বল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় দলের নির্বাচকরা। ঘোষিত এ দলে ফিরেছেন এনামুল হক বিজয়। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন এবং পেসার আবুল হাসান রাজু।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এ দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

১৬ সদস্যের দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দীন, সানজামুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন।

Be the first to comment on "ত্রিদেশীয় সিরিজে বাদ পড়লেন সৌম্য-তাসকিন"

Leave a comment

Your email address will not be published.




16 − 6 =