নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার জন্য নতুন করে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩৪ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটার (দায়িত্বরত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২–এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।’
আইনজীবী বশির আহমেদ, মো. সাইফুজ্জামান, ইয়াসমিন বেগম বীথি ও গোলাম মোস্তাফাসহ মোট ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
Be the first to comment on "ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী"