ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়লো কানাডা

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বছর শুরুতেই তাপমাত্রার রেকর্ড গড়লো কানাডা। দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২ জানুয়ারি (মঙ্গলবার) কুইবেকের লা গ্রান্ডেতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুধু কুইবেকে নয়; আলবার্টা, অন্টারিওসহ চার প্রদেশেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি।

এদিকে তাপমাত্রার কারণে জনজীবনেও বিরূপ প্রভাব পড়েছে দেশটিতে। দেশটির বিমানবন্দরের বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে, বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে।

টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়াসহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভ্রমণের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শুধু টরন্টো বিমানবন্দরেই প্রায় ৫০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

Be the first to comment on "ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়লো কানাডা"

Leave a comment

Your email address will not be published.




12 − five =